প্রভু
হে মহাবিশ্বের রচয়িতা
কেন এতো লোভ তোমার


ব্রম্ভান্ডের প্রতিটি কণা
তোমার ইচ্ছাধীন
তুমি না চাইলে
মেঘ জমে না আকাশে
কৃষ্ণচূড়া শিমুল পলাশ
ফাগুন সাজায় তোমারি আদেশে


তবু মানুষের হাহাকার
তোমার বড়ো স্পৃহণীয়
এই বিশ্ব যদি তোমার সৃষ্টি হয়
তবে মহামারী বন্যা অজন্মা
খরা ব্যাধি তাও তোমারই প্রেরিত


মায়ের বুক খালি করে
কেড়ে নিয়ে যাও
ছোট্ট শিশুর জীবন
জীবন্মৃত করে রেখে যাও
পরিবার পরিজন
আত্মীয় স্বজন


মানুষের পাপের শাস্তি
সুন্দর তোমার পরিকল্পনা
মুক্তি হীন আত্মার
অনন্ত নরক যন্ত্রনা


কিন্তু কে নেবে
সে পাপের দায়
যে পাপ মায়ের কোল থেকে
নিষ্পাপ শিশু কে ছিঁড়ে নিয়ে যায়


পাপীর উদ্ধার হয় যদি
স্বীকার করে নিজের পাপ
তোমার গুণ কীর্তন করে
অনুক্ষণ করে অনুতাপ


প্রভু  তবে তোমারও দুস্কৃতির
কর্মফল থেকে যাবে জমা
যতক্ষণ পাবেনা তুমি
ক্ষুব্ধ মাতৃহৃদয়ের কাছে ক্ষমা