একা কি আমিই আছি ?
যে অঞ্জলি দেয় নি ?
মনে তো হয় প্রথম আমিই !
যে শোনে নি শঙ্খধ্বনি !
আমি যে জন্ম থেকেই বোবা _
না পারি কিছু বলতে ।
না পারি কিছু শুনতে ।
না পারি আর সইতে ॥
আমার জন্যে এ পুজো নহে _
তা শুনেছি সরস্বতী হইতে ॥
তিনি আমার পূজ্য দেবী !
যদি দেন কিছু এ জগৎ কে বলতে_
ধন্য হয়ে যাব আমি ,
বসব তোমায় পূজতে ॥