আমি - শ্রী বকুল দত্ত ।
আমায় কি তোমরা চেনো ?
থাকি আমি গোপাল নগর ,
নামটি আমার হারানো ॥


হাসি-তে থাকি সতত হেসে ,
তাই সবাই বোঝে ভুল ।
আমি যে কবি এক হারানো -
সে তা _ মানে না কেউ সমতুল ॥


আমার পৃথিবী আমার বিশ্ব ,
নিজেকে নিয়েই এ জীবন ।
ভুললে সে সব বাঁচব না আর _
সূর্য্য উঠবে পশ্চিমে আর _
ভূতল সমকোণ ॥