বেহায়া এ জীবনে ,
আলেয়ার কারণে ,
সুন্দরের হাতছানি !
রয়ে যায় ভুবনে ।
গোলাপ কাঁটার ক্ষতে
আজ আমি দূষিত ॥


রক্ত হয় কালো
লাল রং ঢালো !
রং এ যদি মিশে যায়
একচিলতে আলো ?


জানি আমি -
ভবিষ্যৎ মোরে -
রাখবে দুঃখী _
চির জন্মান্তরে !
তবু ভুলব না অতীত ।
যদি হই ও পতিত ।
অশ্রুধারার দাম হবে -
মূল্যহীন ।
আলকাতরার সাগরে
রব চিরদিন ॥