কত বিস্ময় আছে এই বিশ্বে
দেখে যাই তাই সবই তরীতে ভেসে ।
নাই যায় দেখা তার এপার - ওপার
বিরল দৃশ্যে মাতি মূল্যবোধে তার ।  
সৃষ্টির সুন্দরে মুগ্ধ এই প্রাণ ,
নদীকূলে ভেসে যায় স্রোতের টান ॥
যেতে নাই চায় মন ছেড়ে রেখে ।
পড়ছি মায়াজালে আমি প্রকৃতি দেখে ॥


গগন চুমছে প্রাণ চুমছে বাতাস ।
প্রাণেতে লাগছে ঢেউ , সুরের প্রকাশ ॥
জুগিয়েছে তান , মোর সেই গান ,
সুর আজ ভাসছে স্রোতে, আসছে যে বান
পুব পানে চেয়ে দেখি  ক্ষেত মোর বঙ্গভূমি ।
সজীব দেহ জেগে উঠে - করে প্রনাম -
হে মোর মাতৃভূমি ॥