অর্থ নেই কোনো , তবু -
আছে ছেঁড়া সেই কবিতা ।
দুরন্ত বাতাস টানে -
বৃষ্টির প্রবল প্লাবিতা ।
সারাদিন বৃষ্টি - ভেজা ,
আকাশ তারই মাঝে _
দিক পরিধিক রাখি তারে ,
সেই দিনের মতো বিরাজে ।
যুগ - যুগান্তর ধরি ,
কোমল হাতের সেই ছোঁয়া ।
হাতের অঙ্গুলি স্পর্শে ,
আজ এই সময়ের পাওয়া ॥