এই পড়ন্ত বিকাল হয়েছে শান্ত
ওই পশ্চিমের কোলে ,
সোনালী রং টা যেন করছে আহ্বান
রবি টা যাচ্ছে ঢলে !
আসবে রজনী জ্যোৎস্না রাতে
ভরা পূর্নিমা কালে তাই ।
দু চোখে দেখে যে করুণ হই ,
রবির অস্তের গান গাই ।
কত না কি দেখেছিনু আজ
হয়েছে কত বিস্ময় !
কত শতদল যাচ্ছে হারায়ে -
বিধুর আসার ক্ষণ আসে তায় ?
সকলি যাতনা , কষ্ট বেদনা
ধুয়ে গেছে এই দৃশ্য দেখে ,
আলোক বন্ধনে এক বিন্দু এঁকে
এসেছি সকলি ছাড়ায়ে রেখে !  
গোধূলি বেলার এই ধূলিভরা অম্বর ,
মেতেছে কালো মেঘে !
অস্তের সাথে ডুবছে আর একটি দিন ,
যাচ্ছে খুবই ধীর বেগে ।
আমার প্রাণ যে তোমারই দান ,
হে বিশ্ব মাতা তুমি দিলে !
ফিরিয়ে নিও তুমিই একদিন -
আজকের মতো এই পড়ন্ত বিকালে ॥