দুরন্ত শ্বাস , রহে বিশ্বাস ,
তোমার চেতনায় মন-উচ্ছাস ।
ভরে প্রান , হৃদয় অঙ্গন ,
সতত কাব্যের অঙ্গ চিরন্তন ।
ঠাকুর তুমি , বিশ্ব তুমি ,
সকল বেদনা হরণ করেছ _
বিশ্ব করেছ জয় -
আমার কবি , বিশ্ব কবি এই পরিচয়ে ॥


চন্দ্র সূর্য্য সকলি যেথায় ,
হয়েছে ঠাঁই _ বিলীন হেথায় ।
একই নাম রবির কিরণে ,
জ্বলজ্বলে হয়ে সোনালী পরনে -
দিয়েছ উঁকি সর্বদা মোদের ,
খেলেছ লুকোচুরি ।
মুহূর্তে মুহূর্তে বিস্মিত করেছ
করেছ প্রাণ চুরি ।
বাংলাকে করেছ গর্বিত তুমি -
করেছ বিশ্ব সকল মাঝে ॥
তুমি মোদের রবীন্দ্রনাথ ।
কবিগুরুর বেশ - সাজে ॥