নীরবে নিভৃতে যাতনা সহিতে
       অশ্রুজলে করি নিশিদিন সমাপন ।
অল্পমেদুর স্মৃতির স্পর্শে পড়িয়া যায় মনে
                        আমি এক প্রাক্তন ।
সূর্যোদয়ের পূর্বক্ষণে দাঁড়াইয়া রই
                         হইয়া রবির সমুখ ।
অতীত কহে হইও না কভু উল্টোমুখে
                       জীবন হইতে বিমুখ ।
শব্দ-কল্প রহিয়াছে যাহা
                  তাহা চাই করিতে বাহির ।
যাহারা রহিয়াছে ভিতরে আবদ্ধ রাখা
                  শব্দ মাখা কবিতার বহির ।