পথ দুধারে গাছগাছালি
আর মধ্যস্থানে ধূলিমাখা পথ
সুদূর বিস্তৃত ।
কুয়াশা ভরা পথ ।
কিন্তু আমার মন ধোঁয়াশায় ভরা ।
জর্জরিত আশাহীন মন !
আমি চলে যাই বাধা না মেনে
চলে যাই প্রতিনিয়ত ॥
দূরে সুদূরে । বিস্তৃত ॥


চলতে চলতে হয়েছি প্রতিযোগী ।
নাম লেখাই অন্যকে হারাবার জন্য !
দৈনন্দিন দৌড়ের খেলায় ।  
জীবন নাম দিয়েছি এই দৌড়ের ॥
আমি তো সামান্য এক পথিক ।
আমিও মরণশীল ॥