কেটে গেছে কতদিন ।


সময় হয়েছে ক্ষীণ ।
হয়েছে কত রাগ -
তুমি আসো নি যে সেদিন !


কেটেছে সময় জল্পনায় -
একলা বসে রাত-দিন ।
হায় রে ! আমি
কি ভেবে জানি
দিয়েছিলাম মন কে কতই না সান্ত্বনা !


সকল রাগ ভুলিয়ে
তুমি আবারও এলে ।
সেই ফাঁকা মাঠ ধারে
আমার হাত ধরে,
এক বেঞ্চের উপরে
বসালে চুপটি করে ,
মোরে -
ফাঁকা বেঞ্চের আর এক ধারে ।
হালকা শ্রাবণী ঝড়ে,
উড়ে আসা কতক -
জমা কতক পাতার সারি ।


তুমি বলা শুরু করলে -
জমানো কত না অভিমান ,
রাগের কথা ।
ধীরে ধীরে কমলো,
কত না জমে থাকা -
কত না পুরনো ব্যথা !


আসতে আসতে ধরলে হাতখানি মোর ।
বললে ক্ষমা করে দিতে ।
তৎক্ষনাৎ আমি চেপে ধরলাম তোমার ঠোঁট
আলতো চেপে !
বললাম -
চুপ , আর কোনো কথা নয় ।
ব্যথা যে তুমিও পেয়েছ
এই ছলনাময়ী ভালোবাসায় ।


শ্রাবণী বিকাল তখন
শেষের দিকে তার সুর মেলে ,
আমার জ্ঞান ফিরলো
এক বৃষ্টির ফোঁটা জলে ,
শুনলাম মেঘেরাও করছে
কথা - কাটাকাটি !
বলছে করে নে আপন করে -
আজি রাতারাতি ।
দেখলাম তোমার মুখে এসেছে -
আলতো এক হাসি ।
তুমিও হয়তো বললে মনে মনে -
ওগো আমিও যে তোমায় খুব ভালোবাসি ॥