না না আমি রাগ করি নি সেদিন ,
তুমি হঠাৎ করেই রেখে দিলে ফোনটা ।
কারণ জানি না , বোধহয় তুমিও ,
চেয়েছিলে শুনতে আমার গলার স্বরটা ।
ভুলতে পারি না যে আজও ,
আমার আড়ালে তুমি কাঁদছ ।
ফিসফিস শব্দ কিছু ,
আর খালি খালি ঢোক গিলছ ।
ওগো , আমি রাগ করে নেই আজও ,
বিশ্বাস করো মোরে ।
তোমার ওই ফোন রেখে দেওয়াটা ,
চোখেতে এনেছিল জল নিঃশব্দের বাসঘরে ।


কেন কাঁদছ প্রশ্ন করতেই ,
তুমি বোধহয় কেটে দিলে -
আমি ভাবলাম হয়ত বা হলো দূর সংযোগ বিচ্ছিন্ন !
সঙ্গে সঙ্গে করলাম ফোন _
কিন্তু তুমি আবার কেটে দিলে !
কিন্তু আমি বসে রইলাম ওখানেই ,
অপেক্ষায় তোমার জন্য ।
কিন্তু আর অপেক্ষা !
কেটে গেলো চার বছর ,
তুমি এলে না ।
জানি না কবে ফিরবে আবার ,
জানি না কবে মিশব আমি প্রেমের রঙে আবার
তবু রইব তোমারই প্রতীক্ষায় ॥