কোথা গেল সেই দিন ?
                     সেই হাতের ছোঁওয়া !
কোথা গেল সেই কোল ?
                     তোমায় কাছে পাওয়া !
হারিয়ে গেছে সেই দিন....
                      সেই কোলের পাশে ;
তোমার আশীষ পেতাম যদি,
                      ফিরে সেই আকাশে ।
হতাম যদি পাখি মাগো !
                       যেতাম পালিয়ে উড়ে,
দিতাম ফেলে পেছন পানে ,
                       সকল বিশ্ব ছুঁড়ে  ।
মাগো তোমার চরণ ধূলি ,
                        দাও না,  আর একবারে ?
রাখবো তারে চিত্তমাঝে ,
                        রাখবো হৃদয়ভরে !
চেনা স্মৃতির মুক্ত টানে ',
                         বাঁধন গেল খুলে -
মায়ের সাথে উঠব রে আজ -
                        গোটা বিশ্বকূলে ॥
দিক - পরিধিক শূন্য করি -
                        তোমায় স্মরন করে ,
রাত্রি এবার শেষ হবে যে -
                         দিনকে সাথে করে ॥
ফিরিয়ে দিও সেই করতল ,
                         চিহ্ন রেখে যাই ।
ক্লান্ত আমি, ক্লান্ত পৃথিবী -
                         মাগো, তোমায় ফিরে চাই ॥