আমি যেতে চাই না !
ছেড়ে তোমার এই সৌন্দর্য টাকে ।
হচ্ছে মন কেমন ।
আসছে পালা যাবার বেলা -
বিঁধ্-ছে এই বুকটাতে ।
ভোরের ফুল ফুটেছে উঠানে ।
সে ফুল যে ক্ষনস্থায়ী ,
সকাল আরতি বন্দিত হল -
আর এ মন ভক্তিতে বিনয়ী ।


জীর্ণ পাঁজর ব্যথা ভুলেছিলো ,
এই দুদিনে ।
সাগরের পাশে হাওয়া বয়ে -
মিলায়ে বেদনা সজীব চিরন্তনে ।
হারাবে আবার গর্জন দেয়া ,
জলের দেবতার ডাক ।
দূর দূরান্তে ওই পারহীন জলস্তর ,
ওই মিশে যাওয়া নদীর বাঁক ।


এই দুদিন আমায় ফিরিয়ে দিয়েছে -
আমার মায়ের স্পর্শ ।
কতদিন পর আবার মনের খেয়ালে -
হাসলাম ,  হয়ে গেল নয় বর্ষ !
মনের ঢেউ হয়েছে এক এক উঁচু -
সমুদ্রের ঢেউ ;
আমি চলে গেলে আবার হবে শূন্য ,
তোমরা কি মনে রাখবে কেউ ?
লেখনী বর্ণনা যে শুধুই লেখনী ,
এ বোঝাই লিখে কোন লেখা ?
কলমের সাথে মেশে অশ্রু জল ;
জাগে গভীর মরম্ - বেদনা !