মৃত্যু কে কবে দেখবো আমি
শুনবো হাস্য-ধ্বনি আমি
তাহা কেবলই মৃত্যুরই ॥


প্রানের মায়া কাটবে তবে
দেখবো স্বর্গ চোখেও যবে
তাহা কেবলই মৃত্যুরই ॥


আলোয় ভরা আকাশ আজি
হবে তারায় ভরা
ভোরের মাটি বিছবে ফুলে
হবে আলোয় মোড়া ॥
ফুলের যদিও রূপটি হবে
কেবল মৃত্যুরই ॥