সত্যি বলতে আমি আজ
বাহির পথে দাঁড়িয়ে আছি ।
বাহিরের পথিক যেন _
মুচকি মুচকি হাসে ।
তবু যেন নাহি লাজ ,
জানালায় মুখ দিয়ে _
দূর পানে দেখতে থাকি _
পথিক যেন অবাক মুখে _
কি যেন সব ভাবে ?
পাগল ভেবে পথিক তখন
বেজায় চোটে যায় ।
নির্লজ্জের মুখখানি মোর _
তবু তারই পানে রয় ॥