রাত্রির ওই জনমানবহীন গলির মতোই
নিঝুম , নিস্তব্ধ এক স্থান ।
জীবনের এই বয়সে যেন ,
লুকিয়ে থাকে । তখন -
শোনা যায় - মরুভূমিতে ,
ঢাক পেটানোর দুমদুম শব্দ ।
সেই শব্দ আমারই !
নিস্প্রাণ দেহের -
হৃদস্পন্দন নামক এক বস্তুর ॥