স্নিগ্ধ প্রাণের তরী নদীর ওপাড়ে ,
মধুর চাঁদনী রাতে দেখি তাহারে ।
হিয়ার হৃদয়পটে ধরি অন্তর নাম
তবু প্রাণে মনে নাই তস্যরঃ দাম ।


নিদ্রিত স্বপনে , নিদ্রায়িত জাগনে ,
তব আমি মনোভাবে , চন্দ্রার্পিত রোপনে ,
সকলি স্বপ্নের খেলা খেলছে হৃদয়ে -
আসবে কি আলোর কিরণ ? হবে উদয় ?