রাত্রি আসে সন্ধ্যা শেষে
মাতৃভূমির স্বর্ণাকাশে
হাসছে পাখি , গাইছে গান ,
পরান বলে আমি অম্লান-
চিত্তে শুনছি তোমারই
ভালোবাসার সুরের-তান ।
জীবন তখন ধন্য হবে
স্বর্ন-প্রদীপ জ্বলবে যবে ।
আমি তখন শান্ত হব
এ যে প্রকৃতির ই দান ॥
চন্দ্র-মামার চন্দ্রালোকে
ভাসবো যখন রাত্রি-লোকে
স্বর্ন-প্রদীপ রূপার হবে
এ যে প্রকৃতির ই দান ॥
রুপার-লোকে ভাসবো আমি
গাইবো পরানের গান ।
জীবন আমায় শেখাবে
দিতে কিভাবে সুরের তান ॥