ভাঙ্গা স্মৃতির রোমন্থনে _
খুলছি ফাঁদ ছুরির শানে -
বিষাদ মাখা প্রশ্ন আমায় ,
ছিঁড়ে ছিঁড়ে খায় !
যখন তখন পড়ছি আমি ,
ভালো মন্দ দোটানায় ॥


রক্ত মাখা হৃৎপিন্ড ;
ধুঁকছে ধীরে হৃদস্পন্দ ;
আমার প্রেম যে শুধুই আমার _
আর তো কারো নয় ?
মনের দোরে একটিই প্রশ্ন
ফিরে জীবনের দোরগোড়ায় ॥


মাঝে মাঝে সেই রোমন্থন কহে -
মোহ মেঘে ভেসে যা ,
বাঁধ ভেঙ্গে চল এগিয়ে গিয়ে -
প্রেম গাং এ মোর ভাসিয়ে গা !
ভাঙ্গা স্মৃতি আজ ফিরিয়ে মোহ ,
সেই জীবনের দোরগোড়ায় !
মন আজ পুড়লেও ,
শিখিয়েছে কিভাবে বাঁচতে হয় ॥