চলতে চলতে যখন পা দুটি ক্লান্ত
সময় তখন আরও উস্কানি দেয় ।
পথ করে আমন্ত্রণ ,
কিন্তু মন হয় শান্ত !
অলস মন ঠিকরে বেরিয়ে আসে
চলতে চাইলেও পারি না ,
পিঠে থাকে সমস্ত বিশ্বের বোঝা ,
হারাই নিয়ন্ত্রণ !


এখন বড় হয়েছি
শিখেছি অনেক কিছু !
ছেলেবেলার ছেলেমানুষী আজ হারিয়েছি
হয়েছি ফর্মালিটির দাস !
নেশা , ঘোর , আরও কত কিছু
বাঁধছে জমাট !
পিঠে এখন বিশ্বের বোঝা
আর -
মনে জমছে সকল ত্রাস !
কিন্ত চাইলেও পারি না করতে প্রকাশ ।
এই তো দিন চলা _
আমার ভবিষৎ ॥