আমায় যদি তুমি বলতে ,
যাবে ? ওই রাত জাগা পাখিটা ,
যেখানে বসে কাল রাতে _
ডেকেছিলো অবিরাম ?


আমায় যদি তুমি বলতে ,
যাবে ? সেই যেখান দিয়ে ভেসেছিল
শরতের সেই মেঘের খেলা ?
রাজি আমি যেতে সেখানেও !


শুধু বলো না তুমি ,
একবারও _
ছেড়ে যাবে আমায় ॥
করুন স্বরে দেবে আমারে বিদায় ॥


আমি রাজি চলতে তোমার পথ ।
ধূলিপথের সেই চিহ্নিত -
বালি ঝরা পথ বেয়ে -
যেতে তোমারই হাত ধরে ॥


শুধু বলো না তুমি ,
একবারও _
ছেড়ে যাবে আমায় ॥
করুন স্বরে দেবে আমারে বিদায় ॥