আমি বড় ছন্নোছাড়া বেস্তোতার ভীড়ে


আমি নিঃসঙ্গ হাজার মানুষের ভীড়ে


আমি খুব একা আমার ই ভূবণে


আমি যেন বন্ধি মনের কারাগারে।


আমি নিঃচুপ মৌন পাহাড়ের ছায়াতটে


আমি স্থির পাথর এর অবয়বে।


আমি তবু্ও মানুষ এ পৃথিবীতে,,,


আমি তবুও বাচি কিছু স্বপ্ননিয়ে এ সমাজে।


আমি মুক্তি চাই মনের কারাগার হতে।-------রোমান