এখন রাত দুইটা ত্রিশ ।
ঘুমিয়ে আছে শহর ,
নিরব, নিস্তব্ধ, আধারের ঘনঘটায় ।
সঙ্গি কিছু ল্যাম্প পোস্ট ,
আমি আর , আমার ছায়া ।
হেঁটে ফেলে এসেছি বহুদুর
ফের চলবো অগ্রে সু-দূর ।
সাথে থাকবে আমি –
আর আমার ছায়া ।
ওগো শহর ঘুমিয়ে আছো তুমি
জেগে আছে কিছু ল্যাম্প পোষ্ট
আমার ছায়া, আর আমি।
তবু নির্ঘুম , নিরব নিস্তব্ধ , এককিত্ব আমি ,
আলো আধারে আজো তোকে খুজে ফিরি ।
রাস্তার মোড়ে অলি গলির ভিড়ে ।
তুই সুপ্ত আমার সোনালী সকাল ,
রূপালী দুপুর গোধুলী বিকাল ।
খুজেছি তোকে সারাদিন রাত্রি দুপুর ।
আছে ঘুমিয়ে শহর
আছে নিরব কিছু মায়া ,
একা আমি
সঙ্গি কিছু ল্যাম্প পোষ্ট
আর আমার ছায়া ।
( রোমান )