কোন এক অবেলায়,
অনেক লোকের ভিড়ে ,
দেখেছিলাম তোমায় ।


মনের অজান্তে সেদিন কেঁপে উঠেছিল হৃদয়টা ।


মন তাঁর নিজের ক্যানভাসে একে নিয়েছিল তোমারি ছবিটা ।


সেই একটাই ছবিতে সে সাঝিয়ে ফেলে পুরো ক্যানভাস ।


সেই হৃদয়ে ধিরে ধিরে গড়ে উঠে সপ্নের আভাস ।


সব কিছুই ছিল সেখানে ,
কুড়িয়ে আনা কিছু স্বপ্ন ছিল ,
ছিল রংধনুতে আঁকা সুখের ছবি ,
ঝোনাকি ও জোছোনায় সাজান ভূবণ ।
ভালবাসায় পরিপূর্ণ হৃদয় ।


তখন সবই ছিল তুমি ছিলে না ।
আজো তুমি নাই ।
হয়তো কখনোই তুমি আসবে না ।


একদিন সবকিছুই শুকনো পাতার মত
ঝরে যাবে অতিতের ভিড়ে
সবকিছুই হারিয়ে যাবে ।


রোমান