পল্লী বধু বালা
..................সুজন হোসাইন
-
অর্হনিশি শান্ত বায়ে রুদ্ধ কণ্ঠ গীতহারা
কাঁপা কাঁপা স্নিগ্ধ হাতে পুষ্পমালতী মালা
ফুলে ফুলে মধুকর খেলে লয়ে পুষ্পশরা
যৌবনের তরঙ্গ কুন্তলে অনন্ত মৌন
চঞ্চলা ।
বনচ্ছায়ে চেয়ে আঁখি হেরি শুধু কুহেলিকা
মাঘের হিম বায়ে বিকশিত পুষ্পদলে
ছায়াখানি মায়ামণি নিশীথের যবনিকা ।
গাঁদা ফুলে পল্লবমর্মরে গন্ধ মাখা বাতাসে
পান্ডু আকাশে ধুম্রবরণ কালো চুলে
প্রেয়সী রমণী উর্বসী নয়ন জলে ভাসে
বৃষ্টির সুরে সুরে তরণী ঘাটে ধরণী তলে ।
দুরাশার পূরবী রাগিনী সুরে পল্লী বধু বালা
বিজন পথের ছায়া ঘন বনে হেটে হয় সারা
হাসি মুখে ঘুরে ফিরে নবান্ন দুপুর বেলা
সখার তরে বিষন্ন মনে হয় শুধু ঘর ছাড়া ।
-
17/11/15