আমার কবিতা আসছে...
অতিদূর হিমালয়ের 'পর এক ঝাঁক
সাদা বলাকার পাখনায় ভর করে !
দূর্গম-গিরি-পর্বতমালা পিছনে ফেলে
ক্লান্ত-শ্রান্ত পথ পেরিয়ে সবুজের বুকে
কবিতা আসছে কুয়াশার বুক চিরে
অষ্টপ্রহর ডুবে থাকা নোনাজলের
উন্মুক্ত মৃত্যুর হৃদে;নিশ্চত মৃত্যু জেনেও !
কবিতা আমার বহুরূপী...
লাল-নীল,সাদা-কালো রঙের কবিতা;
হলুদ ও বেগুনী রঙের উচ্ছল কবিতা;
আকাশী রঙের শান্ত কবিতা;
বাদামী ও ধূসর রঙের ক্লান্ত কবিতা;
ছাই রঙা পিচ্ছিল কবিতা,
জলপাই রঙের টক কবিতা,
আরো কত নাম না জানা কবিতা
সব... সব... রঙের কবিতা আসছে ..!
তীব্র প্রতীক্ষার পর রক্তের খরোস্রোতে
পাখনা ভিজাবো পৌষের হিম সকালে
আমি আর কবিতা ।
.
10-12-16