২২.১০.২২

আমি সেই ছোট্ট বেলা থেকে অন্য রকম
সকলের সেরা

চোখটা যদিও টেরা
মা নামটা দিতে চেয়েছিলেন পদ্মলোচন
দেননি সে এক ভিন্ন কারণ

গায়ের রঙটা কালো বটে
তবে কৃষ্ণ কালো কাবার পাথর কালো
উঠতি বয়েস থেকেই একটু ডানপিটে, বদমেজাজী,
আর একরোখা

অনেকেই বলতেন লুচ্চামিতে আমি একদিন হবো সবার থেকে সেরা
কি কথা কি কথা
দেখুন দেখি ছেলে পুরুষ হয়ে উঠছে না

আমার কপটতা- আমার বুদ্ধির তীক্ষ্ণতা
আমার লুচ্চামি- পুরুষ উত্তমতা
আমার কল্পনা কোনো ফ্যালাসি নয়
নিঁখুত বিজ্ঞান

আমার অনুমানের স্বতসিদ্ধতা ভীষণ বিকল্প প্রবণ
নো প্রব্লেম নো প্রব্লেম  সিদ্ধান্তে আসতে পারেন ইচ্ছে মতন

আমি পণ্ডিত আমি জ্ঞানী কুয়োর বৃত্তে গভীর
সে জন্যই তো আমি কখনো ধীর আর স্হির

কলহ-ফ্যাসাদ জোচ্চুরি যতই করি পুরুষের বাহাদুরি বলে কথা
অন্তরে আমি একেবারে শান্তি প্রিয় নিরীহ গোবেচারা

কথাগুলো খাঁটি
নয় কোনো দুর্মুখ-পাপী-ঈর্ষাতুর পরের

পৃথিবশুদ্ধ কোনো তুলনাই হয় না আমার
এগুলো বলেন বাবা-মা আর
বাকী সকলে-ই আপন ঘরের।