২২.০৩.২৪


পথ শুয়ে আছে নির্জন খা খা রোদ্দুরে একা


মানবতার ঘোড়াগুলো আটলান্টার দুপারে
হিঁচি ডাকছে
মূলতঃ অলীক পাণ্ডিত্যের হ্রেষা


চেয়ে দেখো আয়নাল-
ঝাঁকে ঝাঁকে মরু পাখিরা ছুটে চলেছে
বুলেটের আত্মায় চুম্বন ঝাঁঝরা


জ্ঞানত- অজ্ঞানতাই আমার পরম জ্ঞান
পরিশীলিত বায়ু কাঠামো
সেখানে পুরেছি আত্মা


দরজায় আঁচড়ে পড়ছে অবিরাম নির্লিপ্ততা
সজ্ঞান আখ্যানগুলো-
জীবন্ত মরু কুহক


জ্ঞান মন্ত্রণা কক্ষের উটগুলো বড় শান্ত
উর্ধ্বে উঁচিয়ে গন্ধ রাডার-
শুভ্র চিবুকে গন্ধ শুঁকে চলে বাতাসে


কতটা জীবাশ্ম তরলে গাঢ়- খজ্জুর পাতা
কতটা জীবাশ্ম তরলে সজীব- শুষ্ক আত্মা


হিসেবি খুতবায় মানবতা জ্ঞান শিখি
হিসেবের খাতায় রোজনামচা লিখি-
হারিয়ে খুঁজি আপন সত্তা।