১৮.০৯.২২

যেদিন প্রথম কাছে পেলাম তোমাকে
পল ভারলেন থেকে শোনালাম কবিতা-

হেমন্তের গান, না-কি

ফেদোরিকো গারসিয়া লোরকার জলাহত একজনের কাসিদা!
যাক্

তুমি বললে সহজ কবিতা আনো-
কবিতার পটে থেকো সহজিয়া তুমি

র'ব সহজিয়া আমি
যাপনের এ যন্ত্রণা মাঝে

সহজিয়া স্রোতে স্বচ্ছ জলেতে ভাসবো দু'জন।

সে-ই থেকে শুরু হলো একাকী মন্থন
তোমার অমৃতলোক

কতোদিন কতো রঙিন পাল তুলে
তোমার নদী বেয়ে ভিড়েছি সাগর তটে

আর কুড়িয়েছি কতো কতো নুড়ি
ভরে রেখেছি তা বুকের পকেটে।

ডুব সাঁতারে খুঁজেছি মানিক রতন
হয়তো তুমি একাকী তখন

রচে গেছো দূর নক্ষত্রে স্বপ্ন-ভূবন

সারথি সেথায় বরপুত্র কোনো এক কালের

কালের সে খেয়া বেয়ে নক্ষত্রে নক্ষত্রে
হেসে-নেচে-গেয়ে চুমুতে-চুমুতে ভরেছে নয়ন।