০১.০৯.২২
আকাশে মেঘেরা নাই হয়ে গেছে সব
নাই হয়ে যাওয়া নারীর স্তনগুলো
অপুষ্ট শিশুদের লালায় কদাকার
ভরে না সুধা জলে কিসমিস আর
যেই সব আঙুর ফলেছিলো থোকা ভরে
একদিন কৃষকের উঠোনের পরে
স্বপ্নেরা হাতছানি দিয়ে সরে গেছে মরে গেছে
সেই সব আঙ্গুর শুকায়ে গেছে
বহুকাল ধীরে খরতাপে
হৃদয়ের অনেক গভীর ক্ষত থেকে উঠে আসা
বেদনার নোনা জল
নাই হয়ে গেছে চোখে
ফেটে যাওয়া চৌচির বুকের চারদিকে
পুড়ে অঙ্গার হয়ে গেছে যতো দূর্বার দল
চরে না সাধের দুধেল গাভীরা আর
কৃষকের বুকে ফসলের সুখ
নাই হয়ে গেছে  সব
চারপাশে শুধু নাই নাই নাই
নাই হয়ে যাওয়া বাতাস এনেছে আজ
নাই নাই উৎসব।