সুনন্দিতা-
ভোরের স্নিগ্ধবেলায় শিউলীভরা অঞ্জলীতে
বেদনাতুর লজ্জায় বলেছিলে হাত দিতে
তোমার চোখেও কি ছিল
         মাটিতে লুটানো শিউলীর
                  প্রাণঘাতী আকুলতা
অবোধ বালক কিছুই বোঝেনি তা' ।


হাজার বছর যেনো পার হয়ে এসে
বুকের লালিত বোধের বর্ণিলতায় ভেসে
আজ এই পূর্ণপ্রাণের
        অমল আবেগে সুপ্ত কথকতা
আমাকে কী দিয়েছিলে
           শিউলীর পেলব কোমলতা
সুনন্দিতা -
আমি কিছুতেই ভুলিনি তা' ।।


অতলান্তিক মহাসাগরের এই পাড়ে
উন্মাতাল ভাবনার দীপ্ত স্রোতধারে
অকস্মাৎ কী উদ্দামতায় ছুঁয়ে গেলে তুমি
আসমূদ্রহিমাচল জেগে ওঠে প্রাণে
               উৎকীর্ণ উদ্ভ্রান্ত এ জীবনভূমি,
সুনন্দিতা তুমি -- !