*********
একটু তোমার জল ছুঁয়ে দিই, দিই, দিই
আর কি পারি, তোমায় হাতে নিই, নিই ।
হাত বাড়ালেই গড়িয়ে আসো হাতে
জ্যোৎস্না মেখে গায়ে উতল যে হও রাতে !

জীবন যখন দেয় ছড়িয়ে দহন
দুঃখ যখন বিন্দু বিন্দু জড়িয়ে রাখে ক্ষণ
তোমার কাছেই ছূটে ছুটে আসি
তোমার মায়ায় উদোম গড়িয়ে অন্বিষ্ট ভাসি

সেইমাত্র সময় শিশুর মত দায়হীন
ভুলে থাকি জীবনের কাছে আছে যত ঋণ
তোমার গহীনে আসঙ্গতায় ডুবে যেতে যেতে
তোমাকেই কি চেয়েছি একান্তে পেতে  ।

কত সহস্র তাপিত জীবনে তুমিই শান্তির মধুজল
নিয়েছ শুষে না জানি কতটা বিষ কতটা অনল !!
একটু তোমার জল ছুঁয়ে দিই, দিই, দিই
আর কি পারি, আহ, তোমায় হাতে নিই, নিই ।


(কক্সবাজারের সমূদ্রতট আমাকে টানে আজীবন, কবিতাটি তাকেই দিলাম )