<><><><><>

শুধু একগোছা রজনীগন্ধা –
খুব বেশী দাম নয়- একশ’ টাকা মাত্র
খুউব যত্নে বয়ে আনা – যা’তে না লাগে
কোন মনখারাপের দাগ ।

তখনো ঠিক হয়নি সন্ধ্যা –
তখনো ভরেনি নিশ্চিত অদৃশ্য গরলপাত্র
দিগন্তের লালিমায় অনন্ত অস্তরাগে
ঢেলে দেয়া কিছু সুপ্ত অনুরাগ ।

হাতে দিতেই অথৈ অলকানন্দা -
কী মদির সুখের উত্তাপে থরথর কাতরাও
কী মোহন বেদনাতে সপ্তর্ষি জাগে
মেঘে ও বিদ্যুতে কাঙ্খিত বৃষ্টিরাগ ।

শুধুই একগুচ্ছ রজনীগন্ধা –
ঝর্ণার মত নদী বেয়ে সাগরে সাঁতরাও
জোছনায় ভেসে যেতে জোয়ারের আগে
এঁকেছিলে চুম্বনের চিরস্থায়ী গাঢ় দাগ ।

সে কী মমতার চুম্বন নাকি মারণ ছোবল
আজো’তো হয়নি জানা কতখানি ছিল তার ছল ।

এখনো বুকের ভেতর লুকোনো রজনীগন্ধা
অলক্ষ্যে ভাসিয়ে নেয় স্বপ্নের সেই অলকানন্দা ।


                 ---০---