*****
-               মতামত প্রকাশ বা মন্তব্য করার ইচ্ছে মানব মনের একটি সহজাত স্বভাব । অধিকার ও বটে । লিখে বা মুখে প্রকাশ করা, সংবাদ মাধ্যমে বা বর্তমানে মিডিয়ার নব্য সংযোজন টকশো'তে আমন্ত্রিত হয়ে মতামত দেয়ার সুযোগ বা হুজুগ - সবই যেন শালীনতার সীমা অতিক্রম করে যাচ্ছে, অশালীনতাই যেন এক প্যাশন বা ফ্যাসনে পরিণত হচ্ছে !  


                মন্তব্য প্রদানকারী কতটা নির্মম বা অসভ্য হতে পারেন তার একটা প্রতিযোগীতাই শুরু হয়েছে । গলা তুঙ্গে না তুলে নরম স্বরে, একটু ও কঠোর বা অশালীন না হয়েই সত্য কথাও যে সুন্দর ভঙ্গিতে বা শালীনতার সীমায় বলা যায় এই শিক্ষা যেন সমাজ থেকে উঠেই যাচ্ছে । অন্যকে খুশি বা সুখী না করতে পারি - কিন্তু কতটা নির্মম হয়ে আঘাত করতে পারি তাই দেখানোর একটা অশ্লীল প্রতিযোগিতা চারদিকেই ।


             না, এ বড়ো অশুভ লক্ষণ সমাজের জন্যে !!