আজ বাংলাভাষার শুদ্ধতম কবি জীবনানন্দ দাশ এর জন্মদিন, ১৮৯৯ সালের এই দিনে (১৮ই ফেব্রুয়ারী) এই মহান কবি জন্ম নিয়েছিলেন এই বাংলারই মাটিতে । আজ তাঁর জন্মের ১১৫তম বৎসর পার হয়ে এসেও বলতে পারি এই মহান কবির পূর্ণ মূল্যায়ন আজো অনেকখানিই অপূরণ রয়ে গেছে ।


আজ থেকে কত বছর আগেই বলেছিলেন কবি জীবনানন্দ দাশ,
‘অদ্ভুৎ আঁধার এক নামে চারিধারে’
আজ এত্তোবছর পরেও সেই কথাটি কি অমোঘ সত্যি হয়ে তা’ ধরা দিয়েছে আমাদের এই সময়ের সারা বিশ্বের প্রেক্ষাপটে – আমাদের এই সময়ের সমাজের জন্যে !!


তাঁর মতো কবিরা ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে ওঠেন , তাঁদের কলম থেকে বেরিয়ে আসে কবিতা নামের জীবনসন্দর্ভ, সময়ের, কালের, সমাজের এক অবধারিত চিত্র । বাংলা ভাষায় সকল কবিদের মধ্যেই কবি জীবনানন্দ দাশ অনেক বেশীই স্বতন্ত্র, অনেক বেশীই বাঙ্ময়, অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ।