-----------------
দ্বাপর ত্রেতা পেরিয়ে কত কত যুগ
পাবনী বাঁশী হাতে উতল, উন্মুখ;
আজো সে এসে ঠিক বসে থাকে,
যমুনা কিনারে আজো খুঁজে সে কাকে !


সে কে, সে কি আমি, সে তুমিই কি
চারিদিকে ফিসফাস, কানাকানি, ঢি ঢি;
এমন তাগড়া জওয়ান, এমনই অলস, ঢেঁপো
কাজ নেই কর্ম নেই, বসে বসে
                            বাঁশীর ফোঁকর টেপো !


জন্ম জন্মান্তরে সে এমনই থেকেছে চিরকাল
কারে সে টেনেছে কাছে, কারে সে ডেকেছে ভুলভাল
গরুবাছুর বৃক্ষলতা, তমালের শাখা, যমুনার জল
বাঁশীর সুরেতে কাঁদে,
                    ধূলাতে গড়ায় শত গোপিনীর দল ।


আজো সে ঠিক এসে বসে থাকে হৃদযমুনার পাড়ে
বুকের গহীনে সে বাজায় বাঁশী;
                                চাই কি চিনতে তারে !
                            
                        ----০----