__________


সারামঞ্চ জুড়ে গাঢ় অন্ধকার লিকলিকে
গভীর নিস্তব্ধতা মোমের মতো গলে পড়ছে চারিদিকে
একটু আগেও কুশীলবরা ছিল, ছিল দর্শকসারি
আলোর বন্যাও ছিল, ছিল স্বপ্নের কারবারী ।


নাটকের অংক গুলোয় ছিল সাজানো জীবন
নেপথ্যে অনন্ত কথকতা ফিসফাস গুঞ্জন
চাপা উত্তেজনায় দমবন্ধ হবার মুগ্ধ আবেশ
যবনিকা নেমে এলেও কিছুটা তো থাকে  রেশ ।


একে একে আলো নিভে আসে, শূন্য হলঘর
কোথাও কেউ নেই, তবুও চাপা এক কণ্ঠস্বর
বাতাসে তুলোর মত ভেসে ভেসে বেড়ায়
কারা ওরা কথা বলে, কারা বলে কাছে আয় ।


এখানে ওখানে হঠাৎ জ্বলে ওঠে ভিলেনের চোখ
অট্টহাস্যে খান খান এ নগর নিবিড় এক প্রেতলোক ।।


                       ---০---