----------------
কখনো কখনো মনে হয় ভাবের ঘোরে
অনন্ত সুষমা চারিদিকে আকাশে বাতাসে ওড়ে
এ জীবন বড্ড সুন্দর,  অনাবিল আনন্দধারা
না চাইতেই নিয়ে আসে স্বপ্ন মধুরিমা পাগলপারা ।


হাত পেতে তুলে নেই অমৃত আলোকরেণু
ভোরের আঙিণায় হাঁটে অভীপ্সার কামধেনু
অপার আশিস ঝরে পড়ে মোহন মায়ায়;
বুকের গহীনে কে সে নিরন্তর ডাকে, আয় কাছে আয় ।


ঊষার অমল আলোয় দেখি সে এসেছে আজ
কোমল কচি মুখেও সে কী অপরূপ সাজ
অন্তরজুড়ে ভরালো সে কোন উষ্ণ বিভায়
প্রাণের উদ্ভাসে সে হাসে উজল রূপের প্রভায় !


হাতের শিরায় কাঁপে অধরা স্নেহের আকুলতা
সে যে অনুপমা অর্পা, এনেছে মধুর প্রেমের বারতা !


                   ---০--