--------------------
এ ঘরে বিষন্ন  দিন
ও ঘরে তুমুল রাত,
এ ধারে খাঁ খাঁ রোদ
ও ধারে চন্দ্রপাত !


সকালে সভা সেমিনার
বিকালে আড্ডা জমাট,
এবেলা নির্জলা উপোস
ওবেলা রঙিন জলের পাঠ !


এখানে একটু যদি আলো
ওখানে নিরেট কালো ছায়া,
যেখানে ফুটেছিল মাধবীলতা
সেখানে পড়ে মুন্ডহীন কায়া !


আজ যদি কথা বলো
কাল ওরা জিহ্বা নেবে কেটে
আজ যদি না যাও মিছিলে
কাল ওরা কব্জি দেবে ছেঁটে !


ওরা যাকে ধর্ম মানে
সে ধর্ম তোমার নয় !
তবে তো তোমার এদেশ
ছাড়ার হয়েছে সময় !


ওরা সদলে খুবলে নেবে
তোমার অর্জন, স্বপ্নের সংসার
এ জনপদ ছেয়েছে নষ্টবীজে
চাপাতি হাতে নেমেছে অন্ধকার !


মানুষ নামের প্রাণী ওরা ছিল কোনদিন
বিদ্বেষের তমসায় আজ মনুষ্যত্বহীন !


            ----০----