_______________


রাষ্ট্রীয় ক্ষমতা মূলতঃ কাদের হাতে
বোঝা কি খুব কঠিন ?
সেই পঁচাত্তর থেকে আজ অবধি কারা ওরা
পঙ্গপালের মত বেড়েছে সারাটি
                       দেশে দিন দিন !


একাত্তরের সেই শকুনেরা মুখোশে
ঢেকেছে মুখ হাজারো ফন্দিতে;
পোশাকের আদল পাল্টে অনায়াসে
মিশে গেছে তাদেরই সাথে যারা যখনই
                    ক্ষমতার গদিতে !


পাখীদের গান গাইবার অধিকার নেই,
জোনাকীর আলো ছড়াবার নেই উপায় ;
ঝর্ণারও সাবলীল বয়ে যাবার সাধ্য নেই,
ফুলের কলিরাও ফোটার আগেই শুকিয়ে
                      যায় শকুনী-উষ্মায় !


প্রগতিশীল চৌকস যারা ছিল এতকাল
মঞ্চে ও সমাবেশের ঠিকাদারিতে ;
ওরাও লুকিয়েছে মুখ যথারীতি সুবিধাবাদী
মোসাহেব সেজে তেঁতুলসেবীদের
                     সুবিশাল পাকস্থলীতে !


এ দুঃসময়ে সতত প্রতিপক্ষরূপে ছিল যারা
হাতে গোণা মাত্র দু'একজন
শকুনের গ্রাসের শিকার হয়ে গেছে ইতিমধ্যেই
রাষ্ট্রেরই ছায়ায় যারা থেকে যায়
                      অধরা দুর্বৃত্ত স্বজন !


একজনই শুধু আজ একাই প্রতিপক্ষ দূর্বার ভয়হীন
লড়ে যায় সব অসূয়ার বিরুদ্ধে, তসলিমা নাসরীন !


                ----০----