_____________


সবুজ পাতার গায়ে লিখে গেছো তুমি
মানুষের কথা, জীবনের গান, বিষন্ন ভাবনার কাব্য
ঘাসের চিরল শরীরে তুমি রেখে গেছো
অনন্ত: সম্ভাবনার কিছু স্বপ্নীল আশা -!
অভিজিৎ, তোমার মেয়েটা এখন রাতের গভীরে
বালিশে মুখ লুকিয়ে কাঁদে - তুমি কি শুনতে পাও ?
জীবনের কথা বলার অমোঘ অপরাধে
পথের ধারে যারা তোমাকে মেরে রেখে গেছে
ওদের শরীরে একাত্তরের প্রেতাত্মা ভর করে আছে
মানুষের কান্না কখনো ওদের বধির কানে পৌঁছয় না;
ওদের জারজ শরীর রক্ত-লালসার অন্ধকারে নিমজ্জমান ।


শব্দের প্রগাঢ় বন্যায় তুমি কিছু কালিমা
সরাতে চেয়েছিলে ওয়াশিকুর রহমান বাবু !
ওরা সেই কালিমারই সন্তান, তাই ওরা তোমাকেও
সরিয়ে দিলো - সেও সেই ধর্মরক্ষার ঘৃণ্য অজুহাতে;
জন্মপরিচয়হীন ধর্মের জারজগুলো হায়েনার মতো
পথে পথে আজ  খুনের নেশায় উদ্বাহু হয়ে ঘুরে ।
তোমার মা, বোনের আকুল কান্নায় বাতাস ভারী হয়
সেই অশ্রুজল ঐ হিংস্র পশুদের স্পর্শ করে না
ওরা কালের প্রবাহে আজ চিতা- হায়েনার সমমান ।


তোমাদের মুক্তমনের চেতনাবিদারী শব্দমালা
আজ হীরের দানার মতো বাতাসে ভাসে
গভীর বেদনায়, ক্রোধের আগুনজ্বালা বুকে
সমগ্র বিশ্ব আজ নতজানু হয়
                      তোমাদের মুক্তচেতনার পাশে ।


                  ----০----