---------------


আকাশের কোণে লাল আবীর ছড়িয়ে এমনি সময়
ঊঠোনে রোদ্দুরের শেষ ছায়াটুকু এই যায় যায়
আমের মুকুলফুলে ছেয়ে আছে আঙিনাময়
বিদ্যুতের তারে অলস এক কাক ক্রমাগত দোল খায়
তিনি এই মুহুর্তে গনগনে আগুন আদিগন্ত মহাকাল
এখন যেতে নেই তাঁর কাছে, অগ্নিবক্ষশলাকা
ভাবের ঘোরে উচাটন মন, চিন্তা টালমাটাল,
হাতে গোলকের মত ওটা যেন কি - হাতপাখা?


পায়ের কাছে সন্ধ্যা এসে নতজানু হয়
সন্ধ্যা মানে ওপাড়ার মেয়ে, তাঁর কেউ নয়
সন্ধ্যার সাথেই নেমে আসে গাঢ় অন্ধকার
সন্ধ্যা ও সাঁঝের আঁধার দুই মিলে একাকার
কে যায় গলি পথ দিয়ে, কে দেয় অযাচিত হাঁক
যার ইচ্ছে যেখানে যাক, সন্ধ্যা তুই কাছে থাক ।
রাতের শরীরে কোথাও তক্ষকের ডাক আছড়ে পড়ে
গাঢ়ঘন কুয়াশা গাছের পাতা চুঁইয়ে বিন্দু বিন্দু ঝরে ।


উষার আলোর প্রভায় কুয়াশার ঘোর কেটে যায়
তিনি এখন সৌম্য ধীর শান্ত, সন্ধ্যা কোথাও নাই ।


                   ---০---