-----------------------------


এসো হে বৈশাখ -এসো হে-ভেসে আসে কানে
শতকণ্ঠে আহ্বানের এ আকুল আর্তি প্রাণে প্রাণে
জাগিয়ে দেয় নতুন বছরে ভাল থাকার অঙ্গীকার
ফুলের সজ্জায় সেজেছে সকাল আনন্দ অনিবার ।


পবিত্র এ সময় আঁধারে ঢেকে দেয় কিছু কালো হাত
ওরা কারা নরকের কীট করালবদন জুড়ে নষ্টবিষদাঁত
পশুর চেয়েও হিংস্র এ প্রাণী মানুষের মুখোশে আড়াল
সভ্যতার শরীরে আঁকে কলঙ্ক ছাপ সে হায়েনা চাঁড়াল  ।


যে মায়ের কোলে জন্ম নিয়েছে তাঁরেই দেয় বিষছোবল
যে বোনের স্নেহে লালিত এরা তারে দেয় অশ্রুকলরোল,
ওরাই আবার উচ্চকিত হয় নির্লজ্জ ধর্মের নগ্ন লেবাসে
রাজপথে নির্বস্ত্র জারজ অসুরদল হেসে ওঠে নিষ্ঠুর উল্লাসে ।


এমনই অন্ধকারে তবুও দেখি আশার একটু ক্ষীণ আলো
সেই একজন লিটন নন্দী, প্রাণের প্রদীপে দীপ্ত মশাল জ্বালো ।
  
                        ---০---