---------------------


এমনই নির্বোধ তুমি পাড়ভাঙা নদীর তীর
লজ্জালীন পাখি বুঝি ভালবাসলেই তিতির;
ফুল দেবার অজুহাতে বোকা প্রবল প্রেমিক
কাঁপা হাতে হাতটি ছুঁলেই ধিক তারে ধিক ।


শরীর জুড়ে ঝরনা যে বয় একটুখানি ছুঁলে
প্রজাপতির পাখার মতো বাহারি রঙ খুলে;
বৈশাখের দাবদাহে আগুন ঝরা সুপ্ত সুখ
বসন্তের কোন দ্বিপ্রহরে মন হলো উন্মুখ ।


নির্জন কোন সন্ধ্যারাতে ডাক পাঠালে চাঁদ
নষ্টনীড়ের আকুলতায় বঁধুর বনবিহারী সাধ;
মেঘলা আকাশ জেগে থাকে নির্ঘুম যে রাতে
যমুনার জল ছলছলিয়ে বেঢপ রঙ্গে মাতে ।


ঝরনা তোমার হয়নি ছোঁয়া, যমুনাতে স্নান
কোন বসন্তে হবে দেখা অমল কন্যার প্রাণ !
  
                 ---০---