-------------------
মেঘ হবো সাধ, যেই আকাশে রেখেছি পা,
আকাশ বলে, আস্পর্ধা কী,
                                দূর হয়ে যা !


বৃষ্টি হবো সাধ, হাত পাতি মেঘের কাছে,
মেঘ তো হেসেই খুন,
               সাধেরও একটা সীমা আছে !


ফুল হবো সাধ, বৃক্ষের কাছে নতজানু হই,
বৃক্ষ হয়ে রয় মৌন বধির,
             পথের ধূলায় অষ্পৃশ্য পড়ে রই !


বৃক্ষই হবো সাধ, লুটিয়ে কাঁদি মাটির পায়ে,
ধরণী বলে, ধৈর্য ধর বাছা,
                  আকাশ জাগুক দখিণা বায়ে !


অত:পর প্রেমিক হবো সাধে ছুটে আসি উন্মনা
সুনন্দিতা, তোমার কোলে নষ্টচাঁদ !
           আমি আর কখনো প্রেমিক হবো না !


                  -----০----