------------------------
শ্রাবণধারা জলে প্লাবিত শহর
               আবাহনে উত্তাল ঝড়
বৈদ্যুতিক আলোহীন আলো-আঁধারির ভুতুরে
                      লোমহর্ষতা গায়ে ছমছম
নিবিড় সন্ধিক্ষণের কৃষ্ণগহবরে সঙ্গোপনে
আজানুলম্বিত মহাকালের পাথর শরীর ।
দূরে কোথাও শেয়াল ডেকে যায় একমনে,
পাড়ার কুকুর ক্লান্ত হয়ে বুকে নেয় দম
             রাতজাগা এক পাখি গভীর
             নিঃসঙ্গতার জানান দেয় বারে বারে
কারা ওরা ফিসফিস কথা বলে
                               বকুল দীঘির পাড়ে !


ধর্মের কালো দৈত্য হুহুঙ্কারে নেমে আসে
          আতঙ্কিত পৃথিবীর শিরায় শিরায়
লোল জিহবায় রক্তের আলপনা মেখে
          পথে প্রান্তরে মুন্ডহীন শব রেখে যায়
                    তমসার চাদরে ঢেকে
সভ্যতার আদিপিতা অলক্ষ্যে নীরবে হাসে
ধর্মহীন মানবতা ধর্মের মুখোশে
             চরাচর জুড়ে অভিশপ্ততা ছড়ায়
সন্ধানী শকুনচোখ শহরের বাসে বাসে
           পাড়াগাঁয়ের অলিতে গলিতে
             অনারোগ্য বিষাদ ও আতঙ্ক ছড়ায় !


দিগন্তে সূর্য্যের গায়ে এঁটে দেয় ওরা কালো কাঁচ
অনলতাপিত প্রাণে ভরসার সুষমা নেই,
                          নবপ্রজন্ম, লড়াই করে বাঁচ ।