অবাধ্য জ্যোৎস্নায় হেঁটে চলি সারারাত
আদিম তৃষ্ণায় পুড়ে যায় শোভন শরীর।


অতৃপ্ত সঙ্গমে ক্রমশ বেড়ে যায় ক্রোধ ...
আড়ালে লুকিয়ে রাখা যৌবন হয় অবাধ্য।


অভিমানি হাওয়ায় লেখা হয় ভালোবাসার যন্ত্রণা
আলো আঁধারি পথে খুঁজে বেড়ায় গোপন সৌরভ।


অপরূপ গোধূলি আলোতে যাবে না লুকোনো যৌবন
আগুণ শরীর পুড়ে ছাই হয় ভালোবাসার ওম।


অধর জানে কখন দিতে হয় সোহাগের আলপনা
আপস করলেই অবাধ্য জ্যোৎস্নায় হাতের মুঠোয় ম্লান।।


             *******