স্মৃতির ক্যানভাসে দারিদ্র আঁকা আছে
উদাসী বাতাস খেলা করে বেদনার বালুচরে।


বাবা-মায়ের সারা দেহে দারিদ্রের পঙ্গুত্ব
বেকারত্ব কুরে কুরে খায় অসহায় চোখগুলো।


দুই অবিবাহিত দিদির করুণ মুখ ভেসে ওঠে
জনস্রোতে হারিয়ে যায় লক্ষ তরুণের হাহাকার।


সূর্য কোমল ভোরের প্রতীক্ষায় বেকার যুবক
শিক্ষার মানপত্র হাতে আগামী সভ্যতা ...


তীক্ষ্ণ আলোয় ঝলসে যায় শুকনো রুটি
পিপাসার জলে সাঁতার কাটে আরশোলা।


উদভ্রান্ত ছুটে মরে শিক্ষিত যুবকের জ্যান্ত লাশ
পরিবারের ক্ষুধার্ত মুখ গিলে খায় তাকে সর্বদা।।


           *********