রোদে গলে যাচ্ছে নদী -
জলের স্রোতে ভাসছে বাড়ি
আকাশ কুসুম স্বপ্ন ওড়ে হাওয়ায়
মনের নদী শুকিয়ে মরুভূমি।


মেঘ ভরা আকাশে স্বপ্নের বেলুন
বুকের দাবানলে পুড়ে যাচ্ছে শরীর
স্বপ্নের বেলুন কখন হবে ফানুষ
মরা নদীতে শত শত স্বপ্নের শ্যাওলা।


দেবদারু গাছ ছুঁয়েছে আকাশ
মনের জানালায় ভেঙেছে কাঁচ
স্বপ্ন সিঁড়িতে বাজে জলতরঙ্গ
জেগে থাকে মায়াবী রাতের স্বপ্ন।


সুর ভুলেছে মন পুড়েছে
শ্রাবণ নদী জল থৈ থৈ ...
আকাশ কুসুম স্বপ্নগুলো হচ্ছে খড়কুটো
ভরা নদী মরা নদী ডুবছে একসাথে।।


        *******